আপাতত স্থগিত হলো রায়দান পর্ব

বারংবার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিধায়ক পদ খারিজের পাশাপাশি মুকুল রায়ের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) চেয়ারম্যান পদ খারিজের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করেছে বিজেপি। বুধবার শুনানি শেষ রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

বিজেপি’র দাবি, পিএসি পদ বিরোধীদের প্রাপ্য। এ বিষয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হলফনামাও তলব করে আদালত। স্পিকার হলফনামা দিলেও পাল্টা জবাবি হলফনামা দিতে পারেনি বিজেপি। এর কারণ হিসাবে বিজেপি’র তরফে বলা হয়েছিল, হাই কোর্টের নির্দেশ মোতাবেক অধ্যক্ষ ১৭ মার্চ হলফনামা তাদের কাছে দেননি। উনি ২০ মার্চ তা জমা দেন। সেই কারণেই ২১ মার্চ সোমবার জবাব তৈরি করতে পারেনি তারা৷ 

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে বিজেপি’র প্রার্থী হিসাবে কৃষ্ণনগর থেকে জয়ী হন মুকুল রায়৷ কিন্তু ফল প্রকাশের পর সপুত্র তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন৷ কিন্তু বিধায়ক পদ থেকে এখনও ইস্তফা দেননি৷ ফলে কাগজে কমলে তিনি এখনও বিজেপি বিধায়ক৷  সে কারণেই মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক অম্বিকা রায় আবার পিএসি চেয়ারম্যানপদ খারিজের দাবি নিয়ে শীর্ষ আদালতে মামলা করেন। কিন্তু গত মাসে দু’টি মামলার ক্ষেত্রেই বিচারপতি নাগেশ্বর রাও ও বিচারপতি বিআর গভাইয়ের বেঞ্চ জানায়, এক মাসের মধ্যে কলকাতা হাই কোর্টকে এই মামলার নিষ্পত্তি করতে হবে। ২১ মার্চি ফের মামলার শুনানি পিছিয়ে যায়৷ আজ শুনানি শেষে রায়দান স্থগিত রাখল আদালত৷