কোচবিহার পলিটেকনিক কলেজের ছাত্রকে মারধর,আত্মহত্যার চেষ্টা রেগিংয়ের অভিযোগ পরিবারের ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক দশটা নাগাদ।আহত একজনকে প্রাথমিক চিকিৎসার করে ছেড়ে দেয় কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতাল।এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কোচবিহার জুড়ে।কোচবিহার পলিটেকনিক কলেজের জেনারেল সেক্রেটারি মিসবাউল ইসলাম জানান শনিবার রাত আটটা নাগাদ কলেজের প্রথম বর্ষের ছাত্র আকাশ আইচ এবং খোকন বর্মন তাদের মেসে ছিল।সেই সময় ওই মেসেরই আর এক সিনিয়র ছাত্র বিক্রমাদিত্য বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ।ঘটনায় গুরুতর আহত হয় ওই দুই ছাত্র।এদের মধ্যে আকাশ আইচকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় থাকার পর কিছুটা সুস্থ হলে আকাশকে ছুটি দিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।আর এক ছাত্র খোকন বর্মন গুরুতরভাবে আহত হওয়ায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে।পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানান মিসবাউল ইসলাম।
আহত খোকন বর্মনের বাবা পরিমল বর্মন বলেন, গতকাল রাতেই খবর পেয়েছিলাম ছেলে গুরুতর আহত হয়েছে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি ঘটনার পূর্ণ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কলেজ ছাত্র জানিয়েছেন, অভিযুক্ত বিক্রমাদিত্য প্রায় দিনই একটি মেয়েকে সাথে করে নিয়ে এসে উঠত।দীর্ঘদিন থেকে এই বিষয়টির প্রতিবাদ জানিয়ে আসছিল আকাশ এবং খোকন।সেই মেয়েটিকে নিয়ে মেসে থাকার সময় আকাশ এবং খোকন একটি গোপন ভিডিও করেছিল বলেও সূত্রের মাধ্যমে জানানো গেছে।তারপরেই ক্ষিপ্ত বিক্রমাদিত্য বহিরাগতদের নিয়ে এসে তাদের ওপরে চড়াও হয়।ওই মেসের মালিক কার্তিক শীল জানান,মাত্র এক মাস হয়েছে আহত এই দুই ছাত্র তার মেসে থাকতে এসেছিল।মেসের দায়িত্ব এবং দেখভালের মূলত তার স্ত্রী করেন।মহিলা জনিত কোন ঘটনার কোন অভিযোগ এর আগে এসে পৌঁছায়নি বলে যদি জানান মেস মালিক।আহত দুই ছাত্র কোচবিহার মাথাভাঙ্গা দুই নাম্বার ব্লক অন্তর্গত ঘোকসাডাঙ্গা এলাকার বাসিন্দা। এদের মধ্যে একজন মেকানিক্যাল এবং অপরজন অটোমোবাইলের প্রথম বর্ষের ছাত্র।কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু করা হয়েছে।