আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি নিয়ে যেন কোনরকম কোন দুর্ঘটনা না ঘটে এই বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কোচবিহার জেলা প্রশাসন।শনিবার কোচবিহার ল্যান্সডাউন হলে এই কর্মশালার সূচনা করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান।তিনি বলেন,সম্প্রতি আতশবাজি নিয়ে রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু দুর্ঘটনা প্রশাসনকে নাড়া দিয়েছে।তাই রাজ্য সরকারের নির্দেশে আসন্ন উৎসবের মৌসুম দুর্গাপূজো,কালীপূজো,রাসমেলা,এবং ছট পূজাতে অনলাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ আতশবাজি তৈরি এবং মজুদ রাখার অনুমতি দেবে জেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে ৬০০ কেজির বেশি আতশবাজি মজুত রাখা যাবে না।জেলাশাসক জানান,এইদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় কোচবিহারের পাঁচটি মহকুমার মহকুমা শাসক,মহকুমা পুলিশ আধিকারিক,জেলা পুলিশ আধিকারিক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।এই সংক্রান্ত বিস্তারিত আরো একটি প্রশিক্ষণ সোমবার দেওয়া হবে বলেও জানান তিনি।
Related Posts
দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে “ভাদুরী খান” অনুষ্ঠান
দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে “ভাদুরী খান” অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী উদয়ন গুহ। রবিবার রাত দশটা নাগাদ দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে রাজবংশী মানুষদের কৃষ্টি সংস্কৃতি কে বাঁচিয়ে রাখতে “ভাদুরী খান” অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী…
জামাইকে মারধরের অভিযোগ শশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে
জামাইকে মারধরের অভিযোগ শশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে মাথাভাঙা ১ ব্লকের দুয়াইশুয়াই এলাকায়।শশুরবাড়ির সদস্যদের মারে অসুস্থ হয়ে বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত জামাই। হাসপাতালের বেডে শুয়ে আহত জামাই চন্দন বর্মণ জানায় সংশ্লিষ্ট এলাকার এক মেয়ের সাথে প্রায়…
ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা উপলক্ষে মাথাভাঙায় পথসভা,মিছিল
ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা পথসভা অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা শহরে। আগামী তেসরা নভেম্বর কোচবিহারে থেকে শুরু হবে এই ইনসাফ যাত্রা রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং বেকারদের চাকরির দাবিতে কোচবিহার জেলা জুড়ে ইনসাফ যাত্রা করছে রাজ্য ডিওয়াইএফওয়াই নেতৃত্ব। ইনসাফ যাত্রার শেষে কলকাতা বিগ্রেড…