আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি নিয়ে যেন কোনরকম কোন দুর্ঘটনা না ঘটে এই বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কোচবিহার জেলা প্রশাসন।শনিবার কোচবিহার ল্যান্সডাউন হলে এই কর্মশালার সূচনা করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান।তিনি বলেন,সম্প্রতি আতশবাজি নিয়ে রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু দুর্ঘটনা প্রশাসনকে নাড়া দিয়েছে।তাই রাজ্য সরকারের নির্দেশে আসন্ন উৎসবের মৌসুম দুর্গাপূজো,কালীপূজো,রাসমেলা,এবং ছট পূজাতে অনলাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ আতশবাজি তৈরি এবং মজুদ রাখার অনুমতি দেবে জেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে ৬০০ কেজির বেশি আতশবাজি মজুত রাখা যাবে না।জেলাশাসক জানান,এইদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় কোচবিহারের পাঁচটি মহকুমার মহকুমা শাসক,মহকুমা পুলিশ আধিকারিক,জেলা পুলিশ আধিকারিক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।এই সংক্রান্ত বিস্তারিত আরো একটি প্রশিক্ষণ সোমবার দেওয়া হবে বলেও জানান তিনি।
Related Posts
ডাকাতির ছক কষার আগেই গোসানিমারিতে ধৃত ডাকাত দল
ডাকাতির ছক কষার আগেই গোসানীমারী শাল বাগানে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। শনিবার দুপুর একটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য এমনটাই জানান। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে আনুমানিক দশটা নাগাদ গোপন সূত্রের…
দেওয়ানহাট মহাবিদ্যালয়ের উদ্যোগে রাজ্যস্তরের দাবা প্রতিযোগিতার আয়োজন
দেওয়ানহাট কলেজের উদ্যোগে ও কোচবিহার দাবা সংস্হার তত্ত্বাবধানে এক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার উদ্যোক্তা অধ্যাপক শঙ্খপ্রদীপ ঘোষ ও অখিল ঘোষ জানান এই প্রতিযোগিতায় চারটি বিভাগে মোট ৪৯ জন অংশ নেন।পাঁচ রাউন্ডের প্রতিযোগিতায় অনুর্ধ্ব ১০ বিভাগে দয়িতা ঘোষ, অনুর্ধ্ব…
সভামঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য একদা উদয়ন ঘনিষ্ট তাপস দাসের
পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট বন্টন করে কোটি কোটি টাকা তুলেছেন উদয়ন ,বিস্ফোরক মন্তব্য করলেন একদা উদয়ন ঘনিষ্ট তাপস দাস।প্রকাশ্য সভায় এই কথা বলেন তাপস দাস।দিনহাটা ২নং ব্লকে গ্রাম পঞ্চায়েতের ভোটের সময় প্রায় উনিশ কোটি টাকা সংগ্রহ করেছে উদয়ন গুহ,এই চাঞ্চল্যকর…