অগ্নি নিরাপত্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত হল তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল চত্বরে। মঙ্গলবার দুপুরে তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল চত্বরের সামনে অগ্নি কান্ড ঠেকাতে কি কি সচেতনতা মূলক কর্মসূচি সকলের নেওয়া উচিত, তা স্বাস্থ্যকর্মী ছাড়াও উপস্থিত সাধারণ মানুষজনকে অবগত করেন তুফানগঞ্জ অগ্নি নির্বাপক কেন্দ্রের কর্মীরা। এদিন স্বাস্থ্য কর্মীদের সাথে বিদ্যুতিক অগ্নিকান্ড মোকাবিলা করতে কিভাবে অগ্নিকাণ্ডের উৎসস্থলে কার্বন ডাইঅক্সসাইড গ্যাসের এক্সটিনগুইসার ব্যবহার করতে হবে তা উপস্থিত সকল কে হাতে নাতে শেখান দমকল কর্মীরা। এছাড়াও হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকায় ছোটো ধরনের কোনো অগ্নি কান্ড ঘটলে কিভাবে এ বি সি গ্যাসের এক্সটিনগুইসারের সিলিন্ডার ব্যবহার করতে হবে, তাও হাতে নাতে স্বাস্থ্য কর্মীদের শেখান দমকল কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ অগ্নি নির্বাপক কেন্দ্রের লিডিং ফায়ার অপারেটর তাপস কুমার সরকার ও বিষ্ণু সরকার, ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার ভক্তি রঞ্জন দাস, তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের সহকারী সুপার কিশোর বর্মন সহ অন্যান্যরা।
Related Posts
কোচবিহার পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্রকে মারধর,রেগিংয়ের অভিযোগ পরিবারের
কোচবিহার পলিটেকনিক কলেজের ছাত্রকে মারধর,আত্মহত্যার চেষ্টা রেগিংয়ের অভিযোগ পরিবারের ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক দশটা নাগাদ।আহত একজনকে প্রাথমিক চিকিৎসার করে ছেড়ে দেয় কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতাল।এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কোচবিহার জুড়ে।কোচবিহার পলিটেকনিক কলেজের জেনারেল সেক্রেটারি মিসবাউল ইসলাম…
ঐতিহ্য মেনে দ্বিতীয়ার দিন বড় দেবীর দেউদেখা সম্পন্ন হল
রাজ ঐতিহ্য মেনে দ্বিতীয়ার দিন বড় দেবীর দেউদেখা সম্পন্ন হলো বড়দেবী মন্দিরে। সোমবার সকালে নিয়ম নিষ্ঠা মেনে বড় দেবীর মন্দিরে দেউ দেখা সম্পূর্ণ হয়। এদিন এই বিশেষ রীতিতে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা সহ দুয়ার বক্সি থেকে শুরু…
গল্প ভেল্লিকদম
ভেল্লিকদম প্রশান্ত কুমার রায় স্কুলটির নাম খারিজা বিদ্যাপীঠ। পেছনে বিরাট বাঁশবন, তারপরেই ধল্লা নদী শ্বাসকষ্ট নিয়ে কোনও রকমে জীবন বয়ে চলে; বয়ে নিয়ে যায় এপারের স্পর্শ ওপারে; কাঁটাতার মনে মনে খুব রাগ করে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার থেকে একশ মিটার…