বহুতলে আগুন, আতঙ্কিত বহুতলবাসী

মানিকতলা মেন রোডের উপরের একটি ১০ তলা বহুতলের আট তলার ফ্ল্যাটে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি রবিবার রাত ৮টা নাগাদ ঘটেছে। দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের পাঁচটি ইঞ্জিন। ফ্ল্যাটটি পুড়ে গেলেও কেউ হতাহত হননি বলে খবর। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, এই আগুন লেগেছে বাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে শর্ট সার্কিট হয়ে।

মানিকতলা মেন রোডের ওই বহুতলের বাসিন্দারা জানাচ্ছেন, দুর্ঘটনাগ্রস্ত ফ্ল্যাটটির মালিক পঙ্কজ আগারওয়াল নামে এক ব্যক্তি। বাড়িতে পঙ্কজ ছাড়াও ঘটনার সময়ে ছিলেন তাঁর স্ত্রী, দুই ছেলেমেয়ে এবং বৃদ্ধ বাবা। একটি শোয়ার ঘরের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে প্রথমে আগুনের শিখা ও ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছু ক্ষণের মধ্যেই তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। ফ্ল্যাটটির আতঙ্কিত বাসিন্দাদের সঙ্গে বহুতলের অন্য বাসিন্দারাও নেমে আসেন। তাঁদের মতে, গরম থেকে বাঁচতে একটানা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানোর ফলেও এই ঘটনা ঘটতে পারে।

সঞ্জয় আগারওয়াল নাম এক দোতলার বাসিন্দা বলেন, ‘‘আট তলা ধোঁয়ায় ভরে গিয়েছিল। নীচে নামার জন্য প্রথমে আতঙ্কিত বাসিন্দারা লিফ্‌ট ব্যবহার করলেও পরে দু’টি লিফ্‌টই বন্ধ করে দেওয়া হয়।’’ সঞ্জয় জানান, তাঁদের বহুতলে অনেক প্রবীণ এবং অসুস্থ ব্যক্তি আছেন। তাঁদেরকে কোনও মতে নামানো হয়।

সূত্রের খবর, প্রথমে ওই ফ্ল্যাটের নিজস্ব ব্যবস্থার সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু হয়। দমকলের তিনটি ইঞ্জিন চলে আসে কিছু ক্ষণের মধ্যে। পরে আরও দু’টি ইঞ্জিন আনে দমকল। দমকলকর্মীরা জানিয়েছেন, বহুতলের নিজস্ব জলাধার থাকার ফলে খুব দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।