শপথ নিলেন নতুন মন্ত্রীরা, জেনে নিন কে কোন দায়িত্ব পেলেন

প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির পর মন্ত্রীসভায় যে রদবদল হবে তা নিয়ে জল্পনা ছিলই। সেই জল্পনার অবসান ঘটিয়ে পূর্বঘোষণা অনুযায়ী গতকালই রদবদল ঘটে গিয়েছে রাজ্য মন্ত্রিসভায়। মমতার মন্ত্রিসভায় আটজন নতুন মুখ, শপথ নিলেন ৫ পূর্ণমন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ও ২ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।

পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন প্রদীপ মজুমদার, বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী ও উদয়ন গুহ। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী।

সেই সঙ্গে প্রতি মন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি মন্ত্রী পদে উন্নীত হয়ে শপথ নিয়েছেন ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা। এ ছাড়া প্রতি মন্ত্রী পদে শপথ নিয়েছেন সত্যজিৎ বর্মণ ও তাজমুল হোসেন। কিন্তু কে কোন দফতর পেলেন? জেনে নেওয়া যাক।

নতুনদের মধ্যে রাজ্যের তথ্য প্রযুক্তি এবং পর্যটন মন্ত্রী হচ্ছেন বাবুল সুপ্রিয়। স্নেহাশিস চক্রবর্তী হচ্ছেন পরিবহন দফতরের মন্ত্রী। নতুনদের মধ্যে রাজ্যের তথ্য প্রযুক্তি এবং পর্যটন মন্ত্রী হচ্ছেন বাবুল সুপ্রিয়। স্নেহাশিস চক্রবর্তী হচ্ছেন পরিবহন দফতরের মন্ত্রী। সেচ এবং জলমন্ত্রী হচ্ছেন পার্থ ভৌমিক।

উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী হচ্ছেন উদয়ন গুহ। ওদিকে, প্রদীপ মজুমদার হচ্ছেন পঞ্চায়েত মন্ত্রী। বিপ্লব রায় চৌধুরী মৎস দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন, এদিকে তাজমুল হোসেন হচ্ছেন ক্ষুদ্র, মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী। অন্যদিকে শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন সত্যজিত বর্মণ। বন দফতরের সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর প্রতিমন্ত্রী হচ্ছেন বীরবাহা হাঁসদা।

পুরনোদের মধ্যেও রদবদল হয়েছে। যেমন নারী-শিশুকল্যাণের সঙ্গে শিল্প বাণিজ্য মন্ত্রী হলেন শশী পাঁজা। অন্যদিকে, পরিষদীয় মন্ত্রী হলেন শোভনদেব চট্টোপাধ্যায়। আবার অরূপ বিশ্বাস ক্রীড়া, বিদ্যুৎ দফতরের পাশাপাশি পেলেন আবাসন দফতর। এদিকে ফিরহাদ হাকিমের হাতে পরিবহণ এবং আবাসন ছিল। তা কেড়ে নেওয়া হল। তাঁর হাতে একটি দফতর থাকল। জনস্বাস্থ্য কারিগরি এবং ক্রেতা সুরক্ষা উন্নয়ন মন্ত্রী হলেন পুলক রায়।