বিগত বেশ কিছুদিন চলছিলো মেরামতের কাজ, অবশেষে সমাপ্ত হলো কাজ। এবার স্বস্তি পেতে চলেছে সাধারণ মানুষর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে খুলে গেল দমদম রোডের বাগজোলা খালের উপরে তৈরি হওয়া নতুন সেতু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি সেই ব্রিজের উদ্বোধন করেন।
প্রসঙ্গত সেতুটির অবস্থা খারাপ হয়ে যাওয়ায় বিশেষজ্ঞরা নতুন সেতু গড়ার কথা জানিয়েছিলেন পূর্ত দপ্তরে। ২০২১ সালের ১২ অগস্ট থেকে দমদম রোডের উপর হনুমান মন্দির সংলগ্ন সেতু দিয়ে বাস, লরি–সহ ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
৫৫ মিটার লম্বা এবং ফুটপাথ–সহ ১৩.৮ মিটার চওড়া এই সেতুটি তৈরি করতে বরাদ্দ করা হয়েছিল ২২ কোটি টাকা। এখানে সেতু ভাঙার পর দমদম স্টেশন থেকে নাগেরবাজার পর্যন্ত অটো রিকশার যে রুট ছিল সেটা ভাগ করে দেওয়া হয়েছিল দু’ভাগে। নতুন সেতুটি চালু হতেই নাগেরবাজার থেকে ছাড়বে বাস আগের মতোই।