অবশেষে পুজোর অনুমতি দিল হাইকোর্ট

অবশেষে অবসান ঘটতে চলছে দীর্ঘ প্রতীক্ষার। আগামী ২২শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। উদ্বোধনী অনুষ্ঠানে ঘিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। রাম জন্মভূমিকে নিয়ে এখন উন্মাদনা গোটা বিশ্বের। মন্দিরে অভিষেক হবে রামের বিগ্রহের।

এমতাবস্থায়, বিজেপি নেতৃত্বের তরফে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যে, ওই দিনটিতে নেতাদের নিজেদের এলাকায় কোনো মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার ছাড়াও, আয়োজন করতে হবে রামপুজোর। সেই নির্দেশকে প্রাধান্য দিয়েই কালীঘাট বহুমুখী সেবা সমিতি নামে একটি ক্লাব পুলিশের কাছে কালীঘাটের ৬৬ পল্লি ক্লাবের কাছে রামপুজোর আয়োজন করতে চেয়ে আবেদন জানায়।

কিন্তু, অভিযোগ পুলিশ অনুমতি দিচ্ছে না। এরপরই অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপির মিডিয়া সেলের প্রধান তুষারকান্তি ঘোষ। সেই মামলার পরিপ্রেক্ষিতে এবার পুজোর অনুমতি দিয়েছে আদালত।