অবশেষে স্বস্তি, আর্জি অনুযায়ী কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন নওশাদ

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতেই অবশেষে পূরণ হল তাঁর দাবি। নিরাপত্তার দাবিতে বার বারই সরব হয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। প্রসঙ্গত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও চিঠি লিখেছিলেন নওশাদ।

অবশেষে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নওশাদ সিদ্দিকি। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী বিধায়কের বাড়ির সামনে এসে হাজির হয়। তিনি জানান, ‘কোন ক্যাটাগরির নিরাপত্তা এখনই বলতে পারব না।তবে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তার দেওয়ার ব্যাপারে। সেই বাহিনী এদিন এসেছে।

নওশাদ যখন অমিত শাহকে চিঠি দিয়েছিলেন তার ৪৮ ঘণ্টার মধ্যে সেই সুরক্ষার দাবি মঞ্জুর হয়ে যায়। এদিকে কেন্দ্রীয় বাহিনী এসে যাওয়ার পরেই কিছুটা স্বস্তিতে আইএসএফের সাধারণ কর্মীরা। কারণ বিধায়কের সুরক্ষা নিয়ে তাঁদের একাংশও বেশ চিন্তায় ছিলেন।