রাজ্যের মহানগরীতে চলছে ন্যায্য চাকরি পাওয়ার লড়াই। কিছু মানুষের জীবনে নেমে এসেছে অন্ধকার৷ চাকরির দাবিতে পথে পড়ে রয়েছে ওঁরা৷ ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে টেট চাকরিপ্রার্থীদের। হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের ধর্নার ৬০০ দিন পার হয়েছে। শনিবার তা পড়ল ৬০১ দিনে। এই প্রেক্ষিতে তাদের ধর্না মঞ্চে একটি গণ কনভেনশনের আয়োজন করা হয়েছিল যুব ছাত্র অধিকার মঞ্চের তরফে। রাজ্য সরকারের কাছে তাদের স্পষ্ট দাবি, মেধাতালিকাভুক্ত সকল শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের অতি দ্রুত চাকরিতে নিয়োগ করতে হবে।
যুব ছাত্র অধিকার মঞ্চের স্টেট কো-অর্ডিনেটর সুদীপ মণ্ডল জানিয়েছেন যে, ধর্না মঞ্চের গণ কনভেনশনে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দগণ, বুদ্ধিজীবীগণ, শিক্ষাবিদগণ, সমাজসেবকগণ সহ বিভিন্ন চাকরি প্রার্থী মঞ্চের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তারা সকলেই দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত সকল শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের নিয়োগের দাবিতে বক্তব্য রাখেন। তাদের মূল বক্তব্য, দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত নবম- দ্বাদশের মেধাতালিকা ভুক্ত সকল শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের অতি দ্রুত চাকরিতে নিয়োগ না হলে বা তাদের নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হলে, তারা আরও বৃহত্তম আন্দোলনের পথে অগ্রসর হতে বাধ্য হবে।