রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে যত দিন যাচ্ছে দুর্নীতির অভিযোগ যেন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।
সিবিআই এর রিমান্ড কপিতে তাকে দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ হিসাবে উল্লেখ করা হয়েছে। আলিপুর বিশেষ সিবিআই আদালতে নিয়োগ দুর্নীতি মামলার জামিনের শুনানি ছিল। এদিনই নিজের আইনজীবীর মাধ্যমে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়।
জেলে চিকিৎসা পরিষেবা নিয়েও অভিযোগ তোলেন পার্থের আইনজীবী শেখ সেলিম রহমান। তবে তাতেও কোনও সুরাহা মেলেনি। জামিনের আবেদন খারিজ করে আগামী ২৭ তারিখ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সাত জনকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।