প্রকাশ্যে এসেছে বিস্ফোরক তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে চাকরি বিক্রির ‘মিডলম্যান’ প্রসন্ন রায়কে নিয়ে বিস্ফোরক ইডি।

নিয়োগ দুর্নীতির দালাল প্রসন্নকে নিয়ে আদালতে বিস্ফোরণ ঘটালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৬ বছরে চাকরি ‘বিক্রি’র ৭২ কোটি টাকা জমা পড়েছে প্রসন্ন রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এদিকে নগর দায়রা আদালতে প্রসন্নের আইনজীবীর দাবি, তার মক্কেলের অ্যাকাউন্টে জমা পড়া টাকা ব্যবসার।

এর সঙ্গে নিয়োগের কোনও সম্পর্ক নেই। আদালতে ইডির আইনজীবীর সাফ দাবি, চাকরিপ্রার্থী পিছু প্রায় দেড় লক্ষ টাকা তোলা হয়েছিল। চাকরি বিক্রি করেই বিপুল পরিমাণ টাকা প্রসন্ন সংগ্রহ করছেন বলে দাবি করেন তদন্তকারীরা।