বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। এবার সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরেছে কেন্দ্রীয় এজেন্সি।
চার্জশিটে দাবি করা হয়েছে, ED আধিকারিকের থেকে ফোন পাওয়ার পরেই শাহজাহান হামলার ছক কষেছিল। বেশ কয়েকজনকে ফোনও করেন তিনি। তাঁদের মধ্যে অন্যতম হলেন শাহজাহানের ভাই শেখ আলমগির, ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জিয়াউদ্দিন মোল্লা।
এরপরেই সেখানে বহু মানুষ হামলা চালায় ও ভাঙচুর করা হয় ED আধিকারিকদের গাড়ি। চার্জশিটে উল্লেখ করেছেন, লোকসভা ভোট চলাকালীন সন্দেশখালিতে আবু তালেবের বাড়ি থেকে যে অস্ত্রভাণ্ডার উদ্ধার হয়েছিল। জানুয়ারি মাসে ED হানার সময় তা শাহজাহানের বাড়িতেই ছিল। অস্ত্রগুলির মধ্যে বহু অস্ত্রের লাইসেন্স শাহজাহানের নামে রয়েছে।