বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার জড়িয়ে গেল স্কুলের নাম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির দাবি, ‘এস কে বি মেমোরিয়াল স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক-পুত্র শৌভিক।
আদালতে ইডি জানিয়েছে, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বাবা-ছেলে জুটি স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিলেন। ইতিমধ্যেই এই মামলায় একজনকে সমন পাঠানো হয়েছে। পাশাপাশি এদিন সংশ্লিষ্ট স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক, লেনদেন সহ যাবতীয় নথি আদালতে জমা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডি জানায়, ‘আর্থিক লেনদেনের মাধ্যমে রাজনৈতিকভাবে লাভবান হতেন মানিক ভট্টাচাৰ্য।’, ইডি আদালতে জানিয়েছে সম্প্রতি ওই স্কুলের একাংশের সহযোগিতাতে তাদের হাতে একাধিক তথ্য উঠে এসেছে।