বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সম্প্রতি রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছে মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ বাকিবুর রহমান।
বিজনেসম্যান বাকিবুরের সূত্র ধরেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে গ্রেফতার করেছে ইডি। ইডি সূত্রে খবর, শুধু জ্যোতিপ্রিয়ই নন বাকিবুরের সাথে রাজ্যের আরও এক মন্ত্রীর ‘ঘনিষ্ঠতার’ প্রাথমিক তথ্য তাদের হাতে এসেছে।
ইডি সূত্রে দাবি ওই মন্ত্রীর সাথে বাকিবুরের নিয়মিত যোগাযোগ ছিল। মন্ত্রীর দফতরেও ধৃত বাকিবুরের অবাধ যাতায়াত ছিল। তদন্তকারীদের অভিযোগ, বালুর সাথে জোট বেঁধে চলত রেশন দুর্নীতি। আর সেই দুর্নীতির কোটি কোটি কালো টাকা অপর মন্ত্রীর সহায়তায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতেন বাকিবুর।