সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। প্রাণ হারিয়েছেন প্রায় ২৭৫ জন। আহতের সংখ্যাটা পেরিয়েছে হাজার। দুর্ঘটনার পরদিনই ঘটনাস্থলে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ট্রেন দুর্ঘটনায় মৃত এবং আহদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। মমতার এই পদক্ষেপে একদিকে যেখানের সামান্য হলেও স্বস্তি পেয়েছেন সেই অসহায় পরিবার গুলো, অন্যদিকে ঠিক তার আগেই এই নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের বিধায়কের দাবি, ‘নির্মাণ শ্রমিক কল্যাণের টাকা রেল দুর্ঘটনার সহায়তায় দেবে রাজ্য সরকার’। ঠিক এমনই অভিযোগ সামনে এনে টুইট করেছেন শুভেন্দু অধিকারী। রেল দুর্ঘটনায় হতাহত পরিবারগুলোর আর্থিক সহায়তার জন্য নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিল থেকে কেন অর্থ খরচ কেন করা হবে, সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আর তাতেই শুরু রাজনৈতিক তরজা।