পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট বন্টন করে কোটি কোটি টাকা তুলেছেন উদয়ন ,বিস্ফোরক মন্তব্য করলেন একদা উদয়ন ঘনিষ্ট তাপস দাস।প্রকাশ্য সভায় এই কথা বলেন তাপস দাস।দিনহাটা ২নং ব্লকে গ্রাম পঞ্চায়েতের ভোটের সময় প্রায় উনিশ কোটি টাকা সংগ্রহ করেছে উদয়ন গুহ,এই চাঞ্চল্যকর দাবি করলেন একদা উদয়ন গুহ ঘনিষ্ঠ বর্তমানে বিজেপি নেতা তাপস দাস। প্রাক্তন প্রধান তাপস দাসের এই মন্তব্যের রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে।বুধবার দিনহাটা ২ নং ব্লকের রানীরহাটে বিজেপির কর্মীসভা থেকে এই চাঞ্চল্যকর মন্তব্য করেন তাপস ।তাপস দাস মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার যারা হয়েছে তাদের কেউবা পাঁচ লাখ কেউবা দশ লাখ করে দিয়েছে এবং যে প্রধান হয়েছে তাকে ২৫ লাখ করে দিতে হয়েছে এভাবে টাকা তুলে প্রায় ১৯ কোটি টাকা উদয়ন গুহ এবারের গ্রাম পঞ্চায়েত ভোট থেকে তুলেছেন।পঞ্চায়েত নির্বাচনের আগেও তাপস দাস উদয়ন গুহর ই ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।এবারের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস দাস তৃণমূলের টিকিটে দাড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন। ঠিক তারপরেই উদয়ন বাবুর সাথে মনোমালিন্য হয় বলে জানা গিয়েছে। এরপর তাপস দাসকে পুলিশ গ্রেফতার করে তবে কিছুদিনের মধ্যেই জামিন পেয়ে যান তাপস। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। স্বভাবতই তাপস দাসের এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে ।যদিও এই নিয়ে উদয়ন গুহর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
Related Posts
খোয়া যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ
চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া 50টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ। বুধবার আনুষ্ঠানিক ভাবে সেই ফোনগুলি তুলে দিলেন পুলিশ সুপার। এছাড়াও এ দিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএসপি হেডকোয়ার্টার সহ পুলিশের অন্যান্য…
গ্রাম পঞ্চায়েত দপ্তরে মহিলা সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের বারকোদালী -২ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে উদ্ধার এক অস্থায়ী মহিলা কর্মীর ঝুলন্ত দেহ ।এদিন পঞ্চায়েত কার্যালয়ের দরজা খুলতে গিয়ে ওই মহিলা কর্মীর ঝুলন্ত দেহ দেখতে পান কর্মীরা। গ্রাম পঞ্চায়েত দপ্তরে ঝুলন্ত দেহ উদ্ধারের খবর…
পুজো গাইড ম্যাপ প্রকাশ করল মাথাভাঙ্গা থানা
বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙ্গা থানায় সাংবাদিক সম্মেলন করে দুর্গাপুজোর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্যে গাইড ম্যাপ প্রকাশ করা হলো।এদিনের এই সাংবাদিক সম্মেলনে গাইড ম্যাপ প্রকাশ করেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল, সঙ্গে ছিলেন মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান ট্রাফিক…