বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। এই মামলায় বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান।
শাহজাহান সহ ৪ জনকে ফের জেল হেফাজতের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আলমগীর ও দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরা ও শাহজাহানকে আগামী ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। এদিন আদালতে সন্দেশখালি মামলায় বিস্ফোরক দাবি করে ইডি।
শাহজাহানের তরফে জামিনের আর্জি করা হলে তার বিরোধিতা করে আদালতে ED-র আইনজীবী জানায়, এই মামলায় রাজ্যের ২-৩জন মন্ত্রী যুক্ত রয়েছেন। জমি দখলের বেআইনি টাকা গিয়েছে মন্ত্রীদের পকেটেও। শাহজাহান জামিন পেলে তদন্ত প্রভাবিত করতে পারে। যদিও কারও নাম বলেনি ইডি।