বিস্ফোরক দাবি, চাপ বাড়ানো হচ্ছে সুজয়কৃষ্ণর ওপর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। আর সেই কাকুই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে সরব।

অভিযোগ স্বীকার করানোর জন‌্য চাপ দিচ্ছে ইডি। নিজের আইনজীবী মারফত আদালতকে জানালেন সুজয়কৃষ্ণ ভদ্র। তাকে জেরা সময় আদালতে তার আইনজীবীকে উপস্থিত থাকার জন্য আবেদনও জানিয়েছেন ‘কালীঘাটের কাকু’। দক্ষিণ কলকাতার এই ব্যবসায়ীর আইনজীবীরা ব‌্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে আবেদন করে বলেন, ইডি আধিকারিকরা তাদের মক্কেলের উপর চাপ সৃষ্টি করছে, যেটা অসাংবিধানিক।

আইনজীবীদের দাবি, যাতে সুজয়কৃষ্ণ নিজের ওপরে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নেয় সেজন্য গোয়েন্দারা ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে। তাই তাকে জেরা করার সময় যাতে অভিযুক্তর আইনজীবীরা উপস্থিত থাকতে পারেন, সেই বিষয়ে আবেদন জানানো হয়েছে।