নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে বিস্ফোরক দাবি করেছেন পার্থ। তিনি বলেন,‘ডিপার্টমেন্ট থেকে ফাইল আসত,সেই ফাইলে সই করতাম’। তাঁর যে বিশেষ কোনও ভূমিকা ছিল না,এমনটাই দাবি করেছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় বিস্ফোরক দাবি,‘আমার ভূমিকা খুব সীমিত ছিল,গোটা নিয়োগ প্রক্রিয়া দেখত শিক্ষা দফতর। আমি আধিকারিকদের উপর ভরসা করতাম’।
উল্লেখ্য,শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, গত ২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে, সাড়ে সাতটা-আটটা নাগাদ ইডি আধিকারিকরা হাজির হন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেই থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। সারাদিন জিজ্ঞাসাবাদের পর রাত ১০.৪০ মিনিট নাগাদ পার্থর নতুন করে হাজির হন আরও একজন ইডি আধিকারিক। চলে জিজ্ঞাসাবাদ। সেই জিজ্ঞাসাবাদ চলে শনিবার সকালেও। কিন্তু ইডি সূত্রে নানারকম খবর আসতে থাকে। সেই সময় খবর পাওয়া যায় জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের সদুত্তর দিতে পারছেন না পার্থ চট্টোপাধ্য়ায়। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়।