চাঞ্চল্যকর মোড়, গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী

রাজ্যের সবকটি বড়ো মামলার মাঝে অন্যতম হলো গরু পাচার মামলা, তদন্ত চলছে এই মামলার। আর এই মামলার অন্যতম অভিযুক্ত হলো অনুব্রত মণ্ডল। চলছিলো জিজ্ঞেসাবাদ, এবার এই ক্ষেত্রে চাঞ্চল্যকর মোড় নিলো। তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করল সিবিআই। নিজাম প্যালেসে তাঁকে ম্যারাথন জেরা করা হচ্ছিল গরু পাচার কাণ্ডের জেরে। দীর্ঘক্ষণ জেরার পরেই তাঁকে গ্রেফতার করা হল। বেশ কয়েক দফাই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সবশেষে তাঁকে নিজেদের হেফাজতে নিল তারা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, সায়গলের আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তির খতিয়ান দেখার পরেই তাঁর ওপর আরও নজরদারি বাড়ানো হয়। গতকাল দুপুর ২ টো নাগাদ তিনি ঢুকেছিলেন নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য। এতক্ষণ জেরা করার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাঁকে আসানসোল আদালতে পেশ করা হবে বলেই খবর।

এর আগে দু’বার সিবিআই অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে তলব করেছিল। হাজিরাও দেন সাইগল হোসেন। এর আগে সায়গল আরও একবার সংবাদ শিরোনামে এসেছেন যখন তাঁর গাড়ির দুর্ঘটনা ঘটেছিল। দুর্গাপুর থেকে বোলপুর ফেরার পথে ইলামবাজারে এক লরিকে সজোরে ধাক্কা মারে তাঁর গাড়িটি। সপরিবারে বাড়ি ফিরছিলেন সায়গল৷ দুর্ঘটনায় প্রাণ হারায় সায়গলের ছয় বছরের মেয়ে ও গাড়ির আরও এক সওয়ারি৷ বিজেপি এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিল এবং সিবিআই তদন্ত দাবি করেছিল।