আদালতের দ্বারস্থ প্রাক্তন অধ্যক্ষ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরজি কর কাণ্ডের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বর্তমানে জেলবন্দি। আর্থিক দুর্নীতি এবং ধর্ষণ হত্যাকাণ্ড, দুই মামলাতেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই।

সম্প্রতি সেই সন্দীপ ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সংসারে অনটন, তাই এফডি ভেঙে কিছু টাকা তুলতে চেয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, ফিক্সড ডিপোজিট ভাঙার আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।

প্রথমে আরজি করে আর্থিক দুর্নীতি মামলা, এরপর ধর্ষণ হত্যাকাণ্ডের মামলায় সন্দীপকে গ্রেফতার করে সিবিআই। এবার তিনিই পরিবারের খরচ সহ আরও কিছু খরচ সামাল দিতে ফিক্সড ডিপোজিট ভাঙার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আজ এই মামলার শুনানিতে কী হয় সেটাই দেখার।