মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আট কর্মকর্তাকে মুক্তি দিয়েছে কাতার। কাতারের একটি আদালত গত বছর গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড ঘোষণা করে। ভারত সরকারের অনুরোধে, কাতার প্রথমে মৃত্যুদণ্ড স্থগিত করার সিদ্ধান্ত নেয়, এবং তারপর আটজনকে সম্পূর্ণ মুক্তি দেয়। যাকে মোদী সরকারের কূটনীতির বড় জয় বলে মনে করা হচ্ছে।
আটজন প্রাক্তন নৌবাহিনী প্রধানের মধ্যে সাতজন কাতারে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন। ইতিমধ্যে তারা দেশে ফিরেছেন। একজন এখনো ফিরতে পারেননি। সোমবার সকালে এ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন বিবৃতি দেওয়া হয়েছে।
“আমরা কাতারে আটক আট ভারতীয় নাগরিককে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাই যারা দাহরা গ্লোবাল কোম্পানিতে কাজ করতে গিয়েছিল,” বিবৃতিতে বলা হয়েছে। আটজনের মধ্যে সাতজন বাড়ি ফিরেছেন। আমরা ভারতীয়দের মুক্তি এবং তাদের দেশে ফেরার অনুমতি দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করি।”
প্রসঙ্গত, ৩০ আগস্ট, ২০২২-এ, কাতারের গুপ্তচর সংস্থা স্টেট সিকিউরিটি ব্যুরো ৮ ভারতীয় প্রাক্তন নৌবাহিনী অফিসারকে গ্রেপ্তার করে। কাতারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেয় এমন একটি ফার্ম দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস দ্বারা সাতজন প্রাক্তন নৌবাহিনী নিযুক্ত ছিল। কাতার গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবে ওই আট কর্মকর্তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল। তারা কাতারের উন্নত সাবমেরিনের তথ্য ইসরাইলের কাছে পাচার করেছে বলে অভিযোগ।
কাতারের আদালত গত বছরের ২৬ অক্টোবর ধরা পড়া ৮ ভারতীয়কে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। আদালতের এই নির্দেশের পর দিল্লি ‘স্তম্ভিত’ হয়ে যায়। অভিযুক্তের পরিবার ভারত সরকারের কাছে ফাঁসি স্থগিত করার আবেদন জানায়। এরপর কাতার প্রশাসনের সঙ্গে কথা বলে মোদী সরকার। সেই আবেদনের ভিত্তিতে কাতারের আদালত মৃত্যুদণ্ড কমিয়ে কারাদণ্ডের নির্দেশ দেন। এরপর রোববার জানা গেল সাবেক সেনা কর্মকর্তাদের কারাদণ্ড ভোগ করতে হবে না। তাদের ছেড়ে দেওয়া হয়েছে।