মন্ত্রিত্ব পেতে পারেন প্রাক্তন বিচারপতি

নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে যে বাংলায় ভালো পারফরম্যান্স করতে পারেনি বিজেপি। লোকসভা নির্বাচনে আগের বারের জায়গা ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির।

গোটা দেশের পাশাপাশি বাংলাতেও কিছু আসন খোয়াতে হয়েছে তাদের। ২৪ লোকসভা নির্বাচনে এ রাজ্যে থেকে বিজেপির জয়ী সাংসদের সংখ্যা ১২। তবে শোনা যাচ্ছে এর মধ্যে থেকে বেশ কয়েকজনকে মন্ত্রীত্ব দেওয়া হতে পারে।

আর মন্ত্রী হওয়ার দৌড়ে যে নাম সবথেকে এগিয়ে রয়েছে তা হল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের দেবাংশুকে হারিয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে ৭৭ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর বিপুল ভোটে জিততেই শোনা যাচ্ছে মন্ত্রী হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি।