অবরোধ উঠলেও জারি রইলো বয়কট

চলতি সপ্তাহের শুরুতে আচমকই হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর টানা দু’দিন বিক্ষোভের পর অবশেষে অবরোধ উঠল কলকাতা হাই কোর্টে। তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ বয়কট চালিয়ে যাচ্ছেন৷ তবে আজ সকাল থেকে স্বাভাবিকভাবেই বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে।

গত কয়েক দিন ধরে আদালতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল তা নিয়ে সতর্ক করেছেন বিচারপতি৷ আদালতের সম্মান যাতে ক্ষুন্ন না হয়, তা নিশ্চিত করতে কড়া বার্তা দিয়েছেন বিচারপতি৷ গত সোমবার বিচারপতি মান্থার এজলাস বয়কট করেন তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ৷ প্রতিবাদ জানান বাকি আইনজীবীদের একাংশ৷ এই বয়কট ঘিরে আইনজীবীদের মধ্যে হাতাহাতি পর্যন্ত বেধে যায়।

কলকাতা হাই কোর্টের ১৩ নম্বর আদালত কক্ষ বন্ধ থাকা নিয়ে প্রতিবাদ জানিয়ে আইনজীবীদের একাংশ। তাঁরা জোর করে এজলাসে ঢুকতে গেলে বাধা দেন তৃণমূলপন্থী আইনজীবীরা। দু’পক্ষের মধ্যে হাতাহাতিতে ধুন্ধুমার কাণ্ড বাধে হাই কোর্টে। এই ঘটনার পরই শুরু হয় অবরোধ। তবে আজ অবশ্য অনেকটাই স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি।