বড় ঘোষণা আদালতের তরফে। আর জমি অধিগ্রহণ করতে পারবে না রাজ্য। এমনকি শিল্প করতে চাইলেও সরকারকে জমি কিনতেই হবে। কলকাতা হাইকোর্টে জমি সংক্রান্ত এক মামলার শুনানিতে এমনটাই বললেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আদালতে এদিন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সিঙ্গুর আন্দোলনের পর এই রাজ্যই জমি সংক্রান্ত এমন আইন করেছে। তাই বাস্তবে সেটাই মানতে হবে রাজ্যকে। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঠিক কোন মামলায় এই মন্তব্য করলেন তিনি? আসলে রায়গঞ্জ এলাকায় চিড়িয়াখানা করতে জমি নিয়েছিল রাজ্য সরকার। চিড়িয়াখানার বাইরেও কিছু জমি রয়েছে, যেগুলি ব্যবহার করতে পারছেন না ওই জমির মালিক-মামলাকারীরা। তাদের আইনজীবী কল্যাণ বলেন, অন্য রাজ্যে পারলেও সিঙ্গুরের আন্দোলনের জেরে এই সরকার অন্তত অধিগ্রহণে ‘হ্যাঁ’ বলতে পারবে না।
জানা গিয়েছে, বর্তমানে ওই জমির মূল্য রাজ্য ধার্য করেছে ২ কোটি ৩৫ লক্ষ ৯৩ হাজার টাকা। আইনজীবী কল্যাণের কথায়, জমি অধিগ্রহণ নয় কিনতে হবে রাজ্যকে। যদি শিল্প করতে হয় তাহলেও জমি কিনতে হবে। মুখ্যমন্ত্রী সব মিটিংয়ে বলেন জমি অধিগ্রহণ হবে না। ফলে বাস্তবে সেটা মানতে হবে। আগামী ৯ মার্চ এই মামলাটির পরবর্তী শুনানি।