পুজোর মরশুমেও রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ডেঙ্গি!

পুজোর মরশুমেও রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ডেঙ্গি। ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক মালদায়। ইতিমধ্যে জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০ – র কাছাকাছি। পুরসভার তরফে ডেঙ্গি দমনের চেষ্টা চললেও খোদ মালদহ মেডিক্যাল কলেজে ছবিটা বেশ আশঙ্কাজনক। হাসপাতাল চত্বরেই জমে রয়েছে জল। তাতে বহাল রয়েছে মশার লার্ভা। ইতিমধ্যে জমা জল বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটাই মালদহ মেডিক্যাল কলেজ সূত্রে খবর।

অন্যদিকে,পশ্চিম মেদিনীপুরের ছবিটাও যথেষ্ট উদ্বেগজনক। সরকারি তথ্য অনুযায়ী, এই জেলায় ডেঙ্গি আক্রান্ত সংখ্যা ১৮৮ জন। শেষ দু ‘সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হুহু করে বেড়েছে। পাশাপাশি খড়্গপুরেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে ২৬ জনের শরীরে ডেঙ্গির সংক্রমণ পাওয়া গিয়েছে। কিভাবে নিয়ন্ত্রণ হবে ডেঙ্গি পরিস্থিতি ? পুজোর মধ্যে আরও জটিল হবে নাকি ডেঙ্গি পরিস্থিতি? এই আশঙ্কায়ই এখন চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসক মহলে।