হেরে গিয়েও এগিয়ে গেলেন বিরোধী দল নেতারা

নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে যে বাংলায় ভালো পারফরম্যান্স করতে পারেনি বিজেপি। যদিও, ফলাফলের দিক থেকে ভরাডুবি ঘটলেও এবার রাজ্যের বিরোধী দল পেল সান্ত্বনা পুরস্কার।

বর্তমানে, রাজ্যে বিজেপির বিধায়কের সংখ্যা হল ৭৬। ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি জিতেছিল ৭৭ টি আসন। কিন্তু, ধূপগুড়ির উপ-নির্বাচনে হেরে যাওয়ায় সেই সংখ্যা ১ টি কমেছে। ভোটের সামগ্রিক রেজাল্টের পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছে যে রাজ্যের ৯০ টি বিধানসভায় লিড পেয়েছে গেরুয়া শিবির।

অর্থাৎ, বিধানসভায় বর্তমানে তাদের যা শক্তি (৭৬) সেই তুলনায় ১৪ টি বেশি আসনে এগিয়ে রয়েছে রাজ্যের বিরোধী দল। এদিকে, এই লিড বিভিন্ন ক্ষেত্রে পাল্টেছে। অর্থাৎ, কোথাও কোথাও এই লিডের পরিমাণ তৃণমূল অথবা বাম-কংগ্রেস থেকে অনেকটাই বেশি রয়েছে। আবার কোথাও, এর ব্যবধান এক্কেবারে কম রয়েছে।