জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই। অবশেষে অবসান হলো জল্পনার। মধ্যস্থতা করছিলেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জল্পনা ছিল বিশ্বের সবথেকে বেশি জনপ্রিয় ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে লাল হলুদ শিবির। কিন্তু আপাতত সেই জল্পনায় ইতি পড়ল। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হল ইমামি গ্রুপ। নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন এক বৈঠকে এই সিদ্ধান্তই হয়েছে। ফলে আইএসএল খেলা নিয়ে আর সংশয় নেই লাল হলুদ বাহিনীর।
শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি ভেঙে যাওয়ার পর বহুদিন ধরেই নতুন বিনিয়োগকারীর খোঁজ চালাচ্ছে লাল-হলুদ শিবির। একাধিক গোষ্ঠীর সঙ্গে কথা হয়েছিল তাদের কিন্তু কোনও রকম ইতিবাচক পদক্ষেপ হয়নি। ম্যান ইউ ছাড়াও বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গে কথা হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের। কিন্তু তাতেও কোনও রকম ইতিবাচক পদক্ষেপ হয়নি। শেষে বড় খবর সামনে এল। ইস্টবেঙ্গল এবং ইমামির কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে পুরো কথাবার্তা পাকা হয়ে যায়। সেখান থেকেই তিনি ঘোষণা করে, ইস্টবেঙ্গলের আইএসএল খেলার যে সমস্যা ছিল তা মিটে গিয়েছে।
আগে শ্রী সিমেন্ট জমানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই বিনিয়োগ জট কাটিয়েছিল লাল-হলুদ। কিন্তু গত দু’বছরে হতশ্রী পারফর্মেন্স করে গিয়েছে তারা। ক্লাব এবং শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের মধ্যে ঝামেলার কারণে বিশ্রী পরিবেশ তৈরি হয়েছিল ফুটবলারদের ড্রেসিং রুমের অন্দরে। কিন্তু এখন আশা করা হচ্ছে সেই সমস্যা হবে না। আগের পরিস্থিতি মাথায় রেখেই কাজ করবে দুই পক্ষ। এখন লাল হলুদ সমর্থকদের একটাই আশা, সব বাধা কাটিয়ে আসন্ন সব প্রতিযোগীতায় দারুণ ফল করুক তাদের প্রিয় ক্লাব।