মহানগরীর বুকেই তৈরী হবে এগারোটি নাইট শেল্টার

বেশ কিছু অসুবিধার কারণে সম্প্রতি মুখ্যমন্ত্রীর এক নির্দেশে রাজ্যজুড়ে চলছে ফুটপাথ থেকে হকার উচ্ছেদের কাজ। যদিও হকার উচ্ছেদের পাশাপাশি ইতিমধ্যেই তাদের পুনর্বাসনের জন্য জমি খোঁজা শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা। তবে এবার কলকাতা পুরসভার নজর ফুটপাত বাসীদের ওপর।

কলকাতার রাস্তাঘাটে বেশিরভাগ রেলস্টেশনের ধারে কিংবা ব্রিজের নিচে ঝুপড়িতে দিন কাটান বহু ফুটপাতবাসী। যার ফলে সাধারণ মানুষের চলাচল করার ক্ষেত্রেও ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। এই সমস্ত ফুটপাতবাসীদের রাস্তা থেকে উৎখাত করতেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একাধিক ঝুপড়ি। 

তবে ফুটপাতবাসীদের থাকার ব্যবস্থাও করতে চলেছে পুরসভা। তাদের থাকার জন্য শহরে মোট ১১ টি নাইট শেল্টারের ব্যবস্থা করা হবে। পুরসভার মেয়র পারিষদ মিতালী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,’পুজোর আগেই প্রাথমিকভাবে দুটি তৈরি করার পরিকল্পনা রয়েছে।’ উত্তর কলকাতার মুরারি পুকুর এবং টালিগঞ্জের গান্ধী কলোনিতে তৈরি করা হবে।