রাজ্যের কোন প্রকল্পে পাওয়া যাবে আশি হাজার টাকা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী।

এমনই একটি প্রকল্প চালু করা হয়েছিল রাজ্যের হকারদের জন্য। যার মাধ্যমে বাংলার পৌরসভা অঞ্চলে ব্যবসা করা হকারদের ৮০,০০০ টাকা করে দিয়ে থাকে সরকার। পৌরসভা এলাকার হকার, যারা পৌরসভা এলাকায় ব্যবসা করেন এবং গ্রামীণ এলাকার কোনও ব্যক্তি পৌরসভা এলাকায় হকারি করলে এই প্রকল্পের সুবিধা পাবেন। ইচ্ছুক হকারদের পৌরসভায় আবেদন জানাতে হতো।

এরপর প্রথমে ১০,০০০ টাকা দেওয়া হয়। সেই টাকা শোধ হওয়ার পর ২০,০০০ টাকা প্রদান করা হয়। সেই টাকা শোধ করার জন্য ১ বছর সময় দেওয়া হয়। সেই টাকা শোধ করে দেওয়ার পর ৫০,০০০ টাকা প্রদান করা হয়।