চলবে বৃষ্টির প্রভাব, উত্তরবঙ্গে জারি হল কমলা সতর্কতা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হবে।

আজ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতেও বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে তাপমাত্রা একই রকম থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।

অন্যদিকে, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দার্জিলিং ও কালিম্পং এর বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের আশঙ্কা রয়েছে। এই নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।