বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে আন্দোলন চলছে এখনও।
এবার নতুন বছরে উচ্চপ্রাথমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কোর্টে জট কাটলে ৭ দিনের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। গত বৃহস্পতিবার নিয়োগের দাবি উচ্চপ্রাথমিক চাকরিপ্রার্থীরা কলকাতায় সমাবেশ ও বিক্ষোভ করেন। তাদের দাবি উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ ৯ বছর ধরে ঝুলে আছে।
উল্লেখ্য, গত অক্টোবর মাসেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে কাউন্সিলিংয়ের নির্দেশ দেয় আদালত। এরপরই তোড়জোড় শুরু করে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকের প্রথম দফা কাউন্সেলিং প্রায় এক মাস আগে শেষ হয়েছে।