রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড যেন পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। এই অবস্থায় ইডি গ্রেফতার করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে।
কেন্দ্রীয় তদন্তকারীরা নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে আরও তথ্যের হদিস পেতে চান। সেক্ষেত্রে তাঁরা চাইছেন মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়কে একসঙ্গে বসিয়ে জেরা করতে। ইডি সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। তবে সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে ইডিকে।
ইডি আধিকারিকদের দাবি পার্থ এবং মানিকের মধ্যে বহুদিন ধরেই সুন্দর বোঝাপড়া রয়েছে। একই রাজনৈতিক দলে থাকার পাশাপাশি তাঁদের মধ্যে নিবিড় বন্ধুত্ব রয়েছে বহু বছর ধরে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁদের ‘মানিকজোড়’ হিসেবেই দেখছে ইডি। এই জুটির অঙ্গুলিহেলনেই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে বলে ইডি মনে করছে।
উল্লেখ্য পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করার সময় ইডি দাবি করেছিল গ্রেফতার করার সময় পার্থর যে স্মার্টফোন বাজেয়াপ্ত করা হয়েছিল সেখানে মানিকের নাম ‘মানিক ভট্টাচার্য ল’ বলে সেভ করা রয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মনে করছেন তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করলে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে।