মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল ইডি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন ও পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। এই অবস্থায় ফের তলব করা হল মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডলকে।

জানা গিয়েছে মূলত ইডির নজরে রয়েছে তাপসের অনলাইন ক্লাস। সেই অনলাইন ক্লাস নিয়েই তাপসকে জিজ্ঞাসাবাদ করলেন ইডি আধিকারিকরা। অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভারস অ্যাসোসিয়েশনের (এবিটিটিএএ) প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন তাপস মণ্ডল। এই সংস্থার অধীনে বহু কলেজ রয়েছে যেখানে ডিএলএড-এর কোর্স করানো হয়।

করোনা পরিস্থিতিতে এবিটিএএ-র পক্ষ থেকে ডিএলএড-এর চল্লিশ হাজার পড়ুয়ার কাছ থেকে মাথাপিছু ৫০০ টাকা করে নিয়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়। টালিগঞ্জের একটি সংস্থা সেটির দায়িত্ব পায়। প্রায় দু কোটি টাকার চুক্তি করা হয়েছিল। এই টাকা তুলে কোথায় পাঠানো হয়েছিল, কাকে পাঠানো হয়েছিল এই সমস্ত তথ্য তাপসের কাছ থেকে ইডি আধিকারিকরা জানতে চেয়েছেন।

এর আগে তাপস মণ্ডলের বেশ কয়েকটি কোচিং সেন্টারের হদিস পেয়েছে ইডি। সেখানে চাকরির জন্য পড়তে আসা পড়ুয়াদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে ইডি মনে করছে। তদন্তকারীদের অনুমান সেই লক্ষ লক্ষ টাকার একটা বড় অংশ পৌঁছে যেত প্রাথমিক শিক্ষা পর্ষদের মাথাদের কাছে। আর সেই টাকা নিয়ে আসার অন্যতম সোর্স হচ্ছেন এই তাপস। এমনটাই মনে করছেন তদন্তকারীরা।