বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে খাদ্য দুর্নীতিতে ব্যবসায়ী বাকিবুর রহমানর সূত্র ধরেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
এবার ‘বনগাঁয় জ্যোতিপ্রিয় মল্লিকের এক গার্লফ্রেন্ড রয়েছেন’ বলে দাবি করেছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। স্বপনবাবু আরও বলেন, রেশন দুর্নীতিতে যারা যারা জড়িত আছেন তাদের সকলের ঠিকানা হবে জেল।
এই মন্তব্যের কিছু ঘন্টা পরই, বনগাঁয় রাধাকৃষ্ণ মিল এবং মালিকদের বাড়িতে হানা দেয় ইডি। দীর্ঘ ১৯ ঘন্টা অভিযান চলে বনগাঁ রাধাকৃষ্ণ ফ্লওয়ার মিলের মালিক মন্টু সাহা ও কালিদাস সাহার বাড়ি ও মিলে। মিল এবং বাড়িতে তল্লাশি চালানোর পর ব্যাগ ভর্তি করে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে নিয়ে যায় ইডি।