বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সম্প্রতি ব্লক হওয়া ১ কোটি ৬৬ লক্ষ রেশন কার্ডের হদিশ পেয়েছেন ইডির তদন্তকারীরা।
তদন্তকারীদের দাবি, রেশন দুর্নীতির তদন্তে নেমে দেড় কোটিরও বেশি রেশন কার্ডের হদিশ পাওয়া গিয়েছে যেগুলি ব্লক করা। আর এই কার্ডগুলির মাধ্যমেই দুর্নীতি হয়েছিল বলে দাবি। প্রতিটি কার্ডের জন্য মাসে ৫ কেজি চাল বরাদ্দ ছিল। বছরে সেই চালের পরিমাণ দাঁড়ায় ৬০ কেজি। অভিযোগ, ২৮ টাকা কিলো দরে ওই চুরির চাল বিক্রি হয়েছে।
ইডির দাবি, এটাই হয়তো দেশের মধ্যে সবথেকে বড় রেশন দুর্নীতি। ১ কোটি ৬৬ লক্ষ গ্রাহকের এক বছরে চালের পরিমাণ দাঁড়ায় ৯৯ কোটি ৬০ লক্ষ কিলো। আর এই পরিমাণ চাল যদি ২৮ টাকা কিলো দরে বিক্রি হয়ে থাকে সেই পরিমাণটা দাঁড়ায় প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা। এক বছরেই এই পরিমাণ হলে বছরের পর বছর চলা এই দুর্নীতির অঙ্কটা পরিকল্পনা করতে খুব বেশি হিসেব কষতে হবে না।