আজ সকাল থেকেই শহর জুড়ে শুরু ইডি-সিবিআইয়ের জোড়া অভিযান

বিগত বেশ কিছুদিন ধরে একের পরে এক দুর্নীতির সাক্ষী হচ্ছে কলকাতাবাসী৷ দুর্নীতি নিয়ে প্রকাশ্যে আসছে একাধিক তথ্য৷ এই পরিস্থিতিতে আরও তৎপরতা বাড়ালো ইডি-সিবিআই। আজ অর্থাৎ সোমবার সাত সকাল থেকে শুরু ইডি-সিবিআই-এর জোড়া অভিযান৷ শহর ও শহরতলিতে হানা দিয়েছে ইডি ও সিবিআই-এর আধিকারিকরা৷

এদিন সকাল থেকেই দক্ষিণ কলকাতার রানিকুঠীতে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই-এর একটি দল। অন্যদিকে আজ সকালেই সোদপুরের রাজেন্দ্রপল্লি এলাকায় একটি বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকরা। কিন্তু কেন এই হানা? সে সম্পর্কে অবশ্য এখনও পর্যন্ত কিছু জানা যায়নি৷

সূত্রের খবর, সকাল থেকেই চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখেই এই দুই জায়গায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। সোদপুরে সুব্রত মালাকার নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকেছে ইডি। ব্যাঙ্কের কর্মীদের সঙ্গে নিয়ে সুব্রতর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। তবে কে এই সুব্রত মালাকার, কেন হানা, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

গত দু’দিন ধরে চিটফান্ড-কাণ্ডে তৎপর ইডি-সিবিআই৷ শনিবার হালিশহরের পুরপ্রধান তথা তৃণমূল নেতা রাজু সাহানিকে গ্রেফতার করে সিবিআই৷ বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

এর ঠিক পরেই রবিবার সকালে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর হালিশহরের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই৷ কলকাতার পাইকপাড়ায় সুবোধের ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়৷ পাশাপাশি লেকটাউনের কাছে দক্ষিণদাঁড়ি এবং বিটি রোডের ফ্ল্যাটেও তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা।

সুবোধের ভাই তথা কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর বাড়িতেও হানা দেয় সিবিআই৷ এর পরেই সোমবার কলকাতা ও সোদপুরে নতুন করে কেন্দ্রীয় সংস্থার অভিযান তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷