এই মুহূর্তে একাধিক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ একদিকে যেমন শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা ও গরুপাচার কাণ্ডে তৎপরতা তুঙ্গে তেমনই অন্যদিকে কয়লা পাচারকাণ্ডের তদন্তে গতি নিয়েছে৷ গতকাল কয়লা পাচারকাণ্ডে মন্ত্রী মলয় সিনহার বাড়িতে সিবিআই হানা৷
গতকাল অর্থাৎ বুধবার সাত সকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা দেয় সিবিআই৷ প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ৷ বিকেল চারটে নাগাদ সেখান থেকে বেরিয়ে যায় আধিকারিকরা। তবে সিবিআই চলে যেতেই এবার এল ইডির ডাক!
সূত্রের খবর, আগামী ১৪ সেপ্টেম্বর মলয়কে দিল্লিতে তলব করেছে এই কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যেই নাকি ইডি তাঁকে নোটিশ দিয়েছে। যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি, সেই কয়লা পাচার কাণ্ডেই আগে একবার মলয়কে ইডি নোটিস পাঠিয়েছিল।
কিন্তু সেবার তিনি তলবে সাড়া দেননি। এবার আবার তাঁকে পাঠান হল নোটিশ। এদিন সকাল ৮টা নাগাদ মন্ত্রী মলয় ঘটকের ডালহৌসির সরকারি বাসভবনে পৌঁছন সিবিআই গোয়েন্দারা। তার আগেই অবশ্য আসানসোল এবং কলকাতায় মলয়ের আরও পাঁচটি বাড়িতে তল্লাশি অভিযানে নেমে পড়েছিলেন সিবিআই কর্তারা৷ তল্লাশি চালানো হয় আলিপুর এলাকায় মলয়ের এক ঘনিষ্ঠের বাড়িতেও। পরে ডালহৌসি চত্বরে মন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা।