সরকারের অর্থনীতির পরিস্থিতি নিয়ে বড় দাবি অর্থনীতিবিদের

একাধিকবার কথা উঠেছে যে অর্থনীতি ধ্বসে পড়েছে পশ্চিমবঙ্গের। অনুদানের জায়গায় পরিকাঠামোয় টাকা ঢাললে, তবেই দীর্ঘ মেয়াদে আর্থিক বৃদ্ধির সম্ভব। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এ বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য, অর্থনীতিবিদ শমিকা রবি।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে মাথা-পিছু জিএসডিপি বৃদ্ধির হারের গতি খুবই কম। সর্বভারতীয় বৃদ্ধির হারের তুলনায় পিছিয়ে পড়ছে এই রাজ্য। হুহু করে কমছে রাজ্যের রাজস্ব আয়। ১৯৯০ থেকে ২০২০—এই তিরিশ বছরে রাজ্যগুলির বাজেট নথি বিশ্লেষণ করে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ একটি গবেষণাপত্র প্রকাশ করেছে।

উপদেষ্টা পরিষদের এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছে রাজ্য সরকার। বিধানসভায় পেশ হওয়া বাজেট ও রাজকোষের হাল সংক্রান্ত নথি তুলে ধরে রাজ্যের অর্থ দফতরের দাবি, ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট অনুমান অনুযায়ী, ২০১০-১১ সালের তুলনায় রাজ্যের নিজস্ব রাজস্ব আয়, উন্নয়ন, পরিকাঠামো, সামাজিক ক্ষেত্রে আয় বহু গুণ বেড়েছে।