পৌরসভার উদ্যোগে তুফানগঞ্জ শহরের ৫ নং ওয়ার্ডের দোলমেলা মাঠে শুরু হল পরিবেশ বান্ধব বাজি মেলা। বুধবার দুপুরে ওই পরিবেশ বান্ধব বাজি মেলার উদ্বোধন করেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপার্সন কৃষ্ণা ইশোর। তিনি বলেন, মোট ছয়টি পরিবেশ বান্ধব বাজির স্টল রয়েছে এই মেলাতে। যে কেউ চাইলে পরিবেশ বান্ধব বাজির স্টল দিতে পারবেন।আমরা পৌরসভার থেকে সহযোগিতা করবো। আগামী ১৩ নভেম্বর অবধি বাজির মেলা চলবে। বাজি মেলাতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সব সময় পুলিশ ও দমকল কর্মীরা মেলাতে থাকবেন।তুফানগঞ্জের মহকুমা শাসক বাপ্পা গোস্বামী বলেন, পরিবেশ দূষণ ঠেকাতে এই ধরণের উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তুফানগঞ্জ মহকুমা বাজি ব্যবসায়ী সমিতির সম্পাদক ইজাজ আনসারী বলেন, সকাল দশ টা থেকে রাত দশটা অবধি পরিবেশ বান্ধব বাজির দোকান গুলো খোলা থাকবে। এইদিনের পরিবেশ বান্ধব বাজি মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন তুফানগঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পাৰ্থ দাস, তুফানগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন,৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অম্লান বর্মা সহ অন্যান্যরা।
Related Posts
আউটডোরের তথ্য জানতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কিউআর স্ক্যান পরিষেবা চালু হল
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কিউআর স্ক্যান পরিষেবা ইতিমধ্যে চালু হয়েছে।মেডিক্যাল কলেজে হাসপাতাল ভবনের বিভিন্ন প্রান্তে এই স্ক্যানার কিউআর কোড লাগানো হয়েছে। এন্ড্রয়েড ফোনের মাধ্যমে স্ক্যান করলেই মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটডোরের তথ্য বেরিয়ে আসবে। সেখানেই বহির্বিভাগে চিকিৎসা করানোর যাবতীয় আবেদন করা…
মেখলিগঞ্জে মেরা দেশ মেরা মাটি কর্মসূচি পালিত হল
মেরা দেশ মেরা মাটি কর্মসূচি পালিত হলো মেখলিগঞ্জে।শুক্রবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা গ্রামপঞ্চায়েতের চৌরঙ্গীতে ১৬৯ ব্যাটেলিয়ন বিএসএফের পক্ষথেকে এই কর্মসূচি পালন করা হয়। আগামী ৯ই অগাস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মনকি বাত অনুষ্ঠানে এই কর্মসূচির কথা ঘোষণা করেন।তিনি জানান…
শিক্ষারত্ন পুরস্কার পেলেন অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন
কোচবিহার: প্রতিবছর রাজ্য সরকার শিক্ষক দিবসে বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের বিশিষ্ট শিক্ষকদের শিক্ষারত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করে।এবার এই পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপিকা হাদিদা ইয়াসমিন।কোচবিহার ল্যান্স ডাউন হলে তার হাতে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেন…