খেটে খান! ঘুগনি বিক্রি করতে বললেন মমতা

ফের স্বনির্ভর হতে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার খড়্গপুরে প্রশাসনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই সভায় মমতা বলেন, পুজোর সময় একটা টুল আর টেবিল নিয়ে বসে পড়ুন। তেলেভাজা বিক্রি করুন। দেখবেন বিক্রি করে কুলোতে পারবেন না। ঘুগনির দোকানও করতে পারেন। তিনি আরও বলেন, কোনও কাজই ছোট নয়। যে কোনও কাজই করা যেতে পারে, তবে শুধু খাটতে হবে।

এদিন মুখ্যমন্ত্রী ‘টাটা মেটালিক্স’ – এর সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করেন। এতে ৬০০ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে টাটা গোষ্ঠী। মমতা জানান, অনেকের কর্মসংস্থান হবে। এর পাশাপাশি, ওই কারখানায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ৫০০ তরুণীকে ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে। এই বিষয়ে ইচ্ছুকদের জেলা শাসককে ইমেইল করার পরামর্শও দেন।