ইস্টবেঙ্গল বিশেষ আশাবাদী দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে নিয়ে

আইএসএলে মোহনবাগানের যখন টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার প্রস্তুতি তুঙ্গে, তখন ইস্টবেঙ্গল শিবিরে নতুন মরসুমের দল গঠনে বিশেষ ব্যস্ততা । চলতি আইএসএলে কেরল ব্লাস্টার্সের হয়ে ১৭ টি ম্যাচে ১৩ গোল করা দিমিত্রিয়স দিয়ামানতাকোসের প্রবল সম্ভাবনা রয়েছে লাল-হলুদ জার্সি পরে খেলার।

৩১ বছরের গ্রিস জাতীয় দলের স্ট্রাইকারকে দলে নেওয়ার জন্য আগেও ইস্টবেঙ্গল-সহ আইএসএলের একাধিক দল ঝাঁপিয়েছিল । কিন্তু দিয়ামানতাকোস অপর কোনও ক্লাবের প্রস্তাবেই এতদিন সম্মতি দেননি।তবে ইভান ভুকোমানোভিচকে কোচের পদ থেকে কেরল বরখাস্ত করার পর পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। ইস্টবেঙ্গলের পাশাপাশি বেঙ্গালুরু এফসিও বর্তমানে আগ্রহ দেখিয়েছে দিয়ামানতাকোসকে দলে নেওয়ার জন্য। সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে লাল-হলুদ শিবির কিছুটা হলেও এগিয়ে রয়েছে । যদিও গ্রিসের স্ট্রাইকার দিয়ামানতাকোস এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কিন্তু ইস্টবেঙ্গলের প্রস্তাব প্রত্যাখ্যানও করেননি এখনও। এই কারণে আগামী মরসুমে লাল-হলুদ জার্সি পরে  দিয়ামানতাকোসের খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি।

ক্লেটন সিলভা, হিজাজ়ি মাহের, সাউল ক্রেসপো থাকছেন দলে। মাধি তালাল ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছেন।একাধিক ভারতীয় ফুটবলার জেমণ- দেবজিৎ মজুমদার, ডেভিড লালহানসাঙ্গা, প্রভাত লাকরা আসছেন । এর পরে দিয়ামানতাকোস যোগদান নিঃসন্দেহে শক্তি বাড়বে ইস্টবেঙ্গলের।