সাতসকালে ভারত সহ ৫ দেশে ভূমিকম্প

সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি সহ গোটা উত্তর-পূর্ব ভারত। শুধু ভারত নয়, মোট ৫টি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ভারত, নেপাল, বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া গেল চিন-ভুটানেও।

মঙ্গলবার শীতের সকালে যখন ভাল করে ঘুম ভাঙেনি শহরবাসীর, তখনই আচমকা কেঁপে ওঠে কলকাতা ও আশপাশের এলাকা। শুধুমাত্র উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গেও অনুভূত হয়েছে প্রবল কম্পন। আতঙ্কে রাস্তায় নেমে পড়েন সাধারণ মানুষ। প্রায় ১ মিনিট ধরে কম্পন অনুভূত হয়।

জানা গিয়েছে, সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালের লোবুচে এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। তীব্রতর ভূমিকম্প হওয়ায় সেই ভূমিকম্পের কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সর্বত্র এলাকায়। এমনকি আফটার শক অনুভব করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা।