বিদেশ সফরের মাঝেই রাজ্য সরকারের তরফে একাধিক সুখবর

পূর্ব ঘোষনা মতোই, বিদেশে পাড়ি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আবার ঘটেছে দীর্ঘ ৫ বছর পর। রাজ্যের জন্য বিদেশি লগ্নি টানতে ১২ দিনের স্পেন সফরে তৃণমূল সুপ্রিমো। আর স্পেন সফরের মাঝেই রাজ্যবাসীকে বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই ফুটবল সংস্থার সঙ্গে মউ চুক্তি সাক্ষর করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন জারার মতো বস্ত্র প্রস্তুতকারক সংস্থা অন্য একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এ রাজ্যে নিজেদের উৎপাদনকেন্দ্র গড়তে চলেছে। এমনই যুগান্তকারী সম্ভাবনার কথা জানিয়েছেন মাননীয়া।

এসবের মাঝেই এবার বাংলার ছেলে-মেয়েদের শিক্ষার প্রসারে উদ্যোগ মুখ্যমন্ত্রীর। মাদ্রিদের আইই বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য সরকারের মুখ্যসচিব এবং শিল্প সচিব। এ রাজ্যের ছেলে-মেয়েদের চাকরির উপযুক্ত করে তুলতে বিশেষ প্রশিক্ষণের ভাবনা-চিন্তা চলছে। যার জেরে প্রশস্ত হবে কর্মসংস্থানের সুযোগ।