ক্লাস চলাকালীনই ব্যাগের মধ্যে মুখ গুঁজে ছিল, ষষ্ঠ শ্রেণির ছাত্রীরই কিনা এই পরিণতি!

প্রতিদিনের মতোই সেদিনেও স্কুলে গিয়েছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ক্লাস শুরু হয়ে যায়। ক্লাস চলাকালীনই আচমকাই অজ্ঞান হয়ে পড়ে ছাত্রী। সহপাঠী বিষয়টা দেখে প্রথমে বুঝতে পারেনি। ভেবেছিল হয়তো ঝিম লেগে গিয়েছে. তাই ব্যাগের ওপর মাথা রেখে শুয়ে আছে। বেশ কিছুক্ষণ ক্লাস চলার পর শিক্ষিকার নজরে আসে। তারপর কাছে যখন এসে দেখেন, তিনিও ভয় পেয়ে যান। কারণ মেয়েটার শরীরে তখন কোনও সাড় ছিল না। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্কুলে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম পাপিয়া দে (১১)। বাড়ি গুড়গুড়িপাল থানার মুড়াকাটা গ্রামে।

পরিবারের লোকেরা বলেন প্রতিদিনের মতো মঙ্গলবার বাড়ি থেকে সাইকেলে করে নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের যায় পাপিয়া। বিদ্যালয়ে প্রার্থনার পর ক্লাসে গিয়ে হঠাৎ অসুস্থতা বোধ করেন। এরপর ক্লাস রুমেই অজ্ঞান হয়ে বেঞ্চে রাখা ব্যাগের ওপর পড়ে যায় ছাত্রী। তড়িঘড়ি বিদ্যালয়ের শিক্ষকেরা পরিবার পরিজনদের খবর দেন।

তারপর ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বাড়ির সামনে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন।পরিবারের দাবি, ওই ছাত্রীর শরীরে কোনও রোগ ছিল না। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।