বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই শিক্ষক নিয়োগে কেলেঙ্কারির দায়ে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বহুজনা। প্রাথমিক মামলায় ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয়েছিল পার্থকে।
শুনানি চলাকালীন পার্থের আইনজীবী আদালতে বলেন, ইডির কাছে এই মামলা সংক্রান্ত কিছু নথি চাওয়া হয়েছিল। তবে ইডি তা দিতে পারেনি। পার্থর আইনজীবীর পাল্টা ইডির আইনজীবী বলেন, এই মামলায় আরও একটি রিপোর্ট তারা প্রস্তুত করছেন।
সে সব নথি পরবর্তী তদন্তে লাগবে তাই পার্থের আইনজীবীকে নথি দেওয়া হয়নি। ইডির যুক্তিতে খানিক বিস্ময় প্রকাশ করেন বিচারক। তদন্তকারী সংস্থার আইনজীবীকে উদ্দেশ্য করে কিছুটা অসন্তোষ নিয়েই বিচারক বলেন, অত্যন্ত ‘দুর্বল যুক্তি’।