জেলেই কাটবে কেষ্ট’র দুর্গাপুজো! কী কী থাকছে অনুব্রতর পুজোর ভূড়িভোজে?

জেলেই কাটবে ‘কেষ্টর’ দুর্গাপুজো। তাই আসানসোল জেলে এলাহি খাবারের আয়োজন করা হচ্ছে। জানা গিয়েছে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ভুরিভোজের আয়োজন করা হয়েছে তবে কেষ্ট ডায়েট চার্ট মেনেই।

আসানসোল জেল সূত্র মারফত জানা গেছে, মহাসপ্তমীর দিন দেশি মুরগির ঝোল হবে। অষ্টমীর দিন নিরামিষ খিচুড়ি এবং পাঁচমিশালী সবজি। নবমী এবং দশমীর মধ্যে যে কোন একদিন দেশি বড় কাতলা মাছের ঝোল। আর একদিন ফের দেশি মুরগির ঝোল থাকবে। পাশাপাশি একদিন সাদা ভাতের বদলে ফ্রায়েড রাইস বন্দিরের পাতে থাকবে। এমনকি পুজোর চারদিন স্পেশাল মিষ্টি ও পাতে পড়বে বন্দিদের।