ফুলের দাম বৃদ্ধি হওয়াতে পাহাড়ি ক্রেতার সংখ্যায় পড়েছে ভাটা

দীপাবলি উপলক্ষে আলোকসজ্জা ও ফুল দিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাসস্থান সাজিয়ে তোলেন প্রায় সকলেই। তবে আলোকসজ্জা প্রদীপের জায়গা নিয়েছে ইলেকট্রিক লাইট। তবে কম বেশি সকলেই দামের পরোয়া না করে ইতিমধ্যে আলোক সজ্জায় সজ্জিত করেছেন তাদের স্বপ্নের বাসস্থান। অপরদিকে রাত পেরোলেই শ্যামা পুজো, ফুল দিয়ে ঘর সাজানোর পাশাপাশি পুজোয় ফুলের জোগান দিতে শিলিগুড়ির আমজনতার বেগ পেতে হচ্ছে অনেকটাই।

প্রসঙ্গত, দক্ষিণবঙ্গে কয়েক সপ্তাহ ধরে টানা নিম্ন চাপের জেরে ক্ষতি হয়েছে বহু ফুল চাষির, এই মতো অবস্থায় এইবারের পুজোতে ফুলের বাজার আগুন হবে বলেই অনুমান। ফলতোঃ প্রভাব পড়েছে শিলিগুড়িতেও, দাম বেড়েছে সব রকম ফুল থেকে শুরু করে গোলাপ, লাল-হলুদ গেদার। যার ফলে বাজারে অন্যান্য বছরের থেকে রয়েছে ক্রেতার সংখ্যা কম। প্রতিবারই সকাল থেকেই শহরের বিভিন্ন ফুলের দোকানগুলোতে চরম ব্যস্ততার পাশাপাশি ফুল ক্রেতাদের বিশাল ভিড় লক্ষ্য করা গেলেও এবারে তেমন চোখে পড়ছে না।

ব্যবসায়ীদের দাবি এবছর ফুলের দাম বৃদ্ধি হওয়াতে বাজারে ফুলের ক্রেতাদের সংখ্যা রয়েছে অনেকটাই কম। তবে আশা বেলা বাড়ার সাথে সাথে বাড়তে পারে ক্রেতার সংখ্যা। পাশাপাশি পাহাড়ের রাস্তা খারাপ থাকার কারণে পাহাড়ি ক্রেতার সংখ্যায় পড়েছে ভাটা। অন্যদিকে সাত-সকালে ফুল কিনতে আশা এক ক্রেতা চড়া দামের কারণে ফুল না কিনেই ফিরছেন। বেলা বাড়লে ফুলের দাম কমার আশাতে এখন ফিরে গেলেও পরে ফুল কিনতে আসবেন বলে জানান ঐ ক্রেতা।