বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের গ্রেফতার হয়েছেন।
এবার আরও তিনজনকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ফের একবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিনকে। একইসঙ্গে ডাকা হয়েছে সন্দেশখালির ‘বাঘে’র জামাই এবং তাঁর গাড়ির চালককে।
এবার হাজিরা এড়ালে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে। এদিকে সিরাজুদ্দিনকে তলব করা হলেও, এখনও অবধি তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। ED আধিকারিকদের অনুমান, তদন্ত থেকে বাঁচার জন্য তিনি গা ঢাকা দিয়েছেন।